সোমবার, ৬ মার্চ ২০১৭

একাই ছয়শ’ ওভার বোলিং করলেন অশ্বিন

Home Page » এক্সক্লুসিভ » একাই ছয়শ’ ওভার বোলিং করলেন অশ্বিন
সোমবার, ৬ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজঃ চলতি অষ্ট্রেলিয়া সিরিজটাতে বেশ চাপে পড়তে হলেও এর আগে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডকে সাদা পোশাকে নাস্তানাবুদ করে ছেড়েছে ভারত। আর ভারতের ওই দাপুটে সময়গুলোর সবচেয়ে বড় অবদান রবিচন্দ্রন অশ্বিনের বলতে হবে।

Related imageস্পিন বিষে গত কয়েকটা সিরিজে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাঁপিয়ে ছেড়েছেন অশ্বিন। মুড়িমুড়কির মতো উইকেট তো পেয়েছেনই, গল্প করার মতো একটা রেকর্ডও হয়ে গেছে অশ্বিনের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত এবারের মৌসুমে অশ্বিন কত বোলিং করেছেন জানেন? মাত্র ৩ হাজার ৭৪৯টি! অর্থাৎ এক মৌসুম শেষ না হতেই সাড়ে ছয়শ’ ওভারের বেশি বোলিং করা। ইতিহাসে কোন বোলার এক মৌসুমে এতো বোলিং করতে পারেননি।

আগের রেকর্ডটিও অবশ্য ছিল এক ভারতীয়র। প্রায় এক যুগ আগে এক মৌসুমে সর্বোচ্চ বোলিং করার রেডর্ক গড়েছিলেন ভারতের সাবেক স্পিনার, বর্তমান ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে। এবার ‘গুরুর’ সেই রেকর্ড নিজের করে নিলেন অশ্বিন। ২০০৪-০৫ মৌসুমে ৩ হাজার ৬৭৩টি বল করেছিলেন ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি কুম্বলে।

চলতি বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসেই অশ্বিন বোলিং করেছেন ৪৯ ওভার। বুঝে নিন এবার, রেকর্ডটা তো আর এমনি এমনি হয়নি!

বাংলাদেশ সময়: ১৮:৪১:২১   ৩১৪ বার পঠিত