সোমবার, ৬ মার্চ ২০১৭

পাকিস্তান সীমান্তে হামলা: নিহত পাঁচ সৈন্য ও দশ ‘জঙ্গি’…

Home Page » প্রথমপাতা » পাকিস্তান সীমান্তে হামলা: নিহত পাঁচ সৈন্য ও দশ ‘জঙ্গি’…
সোমবার, ৬ মার্চ ২০১৭



 বঙ্গনিউজঃ  আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের তিনটি সীমান্ত চৌকিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাকিস্তানের পাঁচ সৈন্য এবং হামলাকারী দশ জঙ্গি নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে দ্য ডনের খবরে।

pakistan border

রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে বলে পাকিস্তান সামরিক বাহিনীর বরাত দিয়ে খবরটি প্রকাশ করা হয়েছে দ্য ডনের একটি প্রতিবেদনে।

এক বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রোববার গভীর রাতে মোহাম্মদ এজেন্সির সীমান্তে তিন চৌকিতে সীমান্তের ওপর থেকে সন্ত্রাসীরা হামলা করে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান বাহিনীর কার্যকর উপস্থিতি, সতর্ক প্রহরা ও তাৎক্ষনিক প্রতিক্রিয়াতে সন্ত্রাসীদের এই হামলার উদ্যোগ ব্যর্থ হয়েছে। তবে উভয় পক্ষের গোলাগুলিতে পাঁচজন সৈন্য ‘শহীদ’ হয়েছেন। এবং দশ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।

এদিকে, সীমান্তে পাঁচ সৈন্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়া।

বাংলাদেশ সময়: ১৮:০১:০৯   ৩৭৩ বার পঠিত