সোমবার, ৬ মার্চ ২০১৭

যুক্তরাষ্ট্রে সংঘর্ষ ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে

Home Page » প্রথমপাতা » যুক্তরাষ্ট্রে সংঘর্ষ ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে
সোমবার, ৬ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজঃ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিউইয়র্কের ব্রুকলিন এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে দুই পক্ষই ওই স্থানে সমাবেশ করে।

protesting trump arrested 200 দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশকে এক সময় কাঁদানে গ্যাস ছুঁড়তে বাধ্য হতে হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রেসিডেন্টের প্রতি সংহতি জানাতে ট্রাম্পের সমর্থকরা নিউইয়র্কের ব্রুকলিন এলাকায় প্রথমে সমাবেশ ডাকে। এর প্রতিবাদে ওই একই স্থানে ট্রাম্প বিরোধীরা সমাবেশের ডাক দেয়। ট্রাম্পের পক্ষের সমাবেশে উপস্থিতির সংখ্যা কম হলেও ট্রাম্প বিরোধীরা সংখ্যায় ছিলো অনেক।

উল্লেখ্য, কিছুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার সরকারের নীতির প্রতি সমর্থন জানাতে সমর্থকদের মাঠে নামার আহ্বান জানিয়েছিলেন। সমর্থকদের মাঠে নামিয়ে তার সমালোচকদেরকে চাপে ফেলাই ছিলো ট্রাম্পের মুখ্য উদ্দেশ্য। কিন্তু এখন সেই বুদ্ধি ভেস্তে যাওয়ার যোগাড়।

এর আগে ট্রাম্প যেদিন হোয়াইট হাউজের দায়িত্ব বুঝে নেন সেদিনও যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অনেক বড় বড় শহরের রাস্তায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছিলো। ওই বিক্ষোভে বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরাও অংশ নেন।

বর্তমানে রাশিয়ার সাথে গোপন সম্পর্ক খবরে খুবই চাপের মধ্যে আছে ট্রাম্প প্রশাসন। কেউ কেউ এই ঘটনাকে সাবেক প্রেসিডেন্ট নিক্সনের ওয়াটার গেট কেলেঙ্কারির সাথে তুলনা করে ট্রাম্পের পদত্যাগ দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:১১   ২৫৫ বার পঠিত