সোমবার, ৬ মার্চ ২০১৭

রাজধানীতে ২০ হাজার ইয়াবাসহ আটক ২

Home Page » সংবাদ শিরোনাম » রাজধানীতে ২০ হাজার ইয়াবাসহ আটক ২
সোমবার, ৬ মার্চ ২০১৭






ইয়াবা উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। একটি ট্রাকে করে ইয়াবা নিয়ে যাওয়ার সময় হাবিবুর রহমান ও সেলিম রেজা নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) এর সহকারী পরিচলাক খোরশেদ আলম  এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

বাংলাদেশ সময়: ১৪:৩২:১৪   ২৮১ বার পঠিত