সোমবার, ৬ মার্চ ২০১৭

চীনে পরিবেশ বিষয়ক আদালতের কার্যক্রম শুরু

Home Page » প্রথমপাতা » চীনে পরিবেশ বিষয়ক আদালতের কার্যক্রম শুরু
সোমবার, ৬ মার্চ ২০১৭



 বঙ্গনিউজঃ পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন। শিল্প বর্জ্যের প্রভাবে এবং ইটভাটাসহ নানা কলকারখানার কালো ধোঁয়া চীনের পরিবেশ দূষণে মারাত্নক প্রভাব ফেলে। এছাড়া ইলেকট্রিক বর্জ্য উৎপাদনেও চীন পৃথীবির শীর্ষে অবস্থান করছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে চীনে পরিবেশ বিষয়ক আদালতের কাজ শুরু হয়েছে।

environment pollution in China

প্রতি বছর ভুক্তভোগী এবং সচেতন পরিবেশ কর্মীদের দায়ের করা পরিবেশ বিষয়ক মামলাগুলো যাতে দীর্ঘ সূত্রিতার মুখোমুখি না হয় সে জন্য দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশে এই বিশেষায়িত আদালত চালু করা হয়েছে। চলতি সপ্তাহে চীনভিত্তিক সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, সানজিয়ানগুয়ান এলাকার পরিবেশ সুরক্ষা বিষয়ক কাজে আইনি সেবা প্রদানের লক্ষ্যে এটি চালু করা হয়।

সিনহুয়া বলছে, কিংহাই প্রদেশের হাইয়ার পিপল’স কোর্ট ইউশু সিটি পিপল’স কোর্টের আওতাধীন সানজিয়ানগুয়ান পরিবেশ আদালত অনুমোদনের পর এটি চালু করা হয়।

কিংহাই প্রদেশের হাইয়ার পিপল’স কোর্টের ভাইস প্রেসিডেন্ট মান ঝিফাং বলেন, এ প্রদেশে পরিবেশ বিষয়ক আদালতটি প্রথম এই ধরনের বিশেষায়িত বিচারিক সংস্থা। এর ফলে এ প্রদেশের পরিবেশ সুরক্ষা পাবে এবং নাগরিকরা পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে তাড়া অনুভব করবে।

বাংলাদেশ সময়: ১৪:২৫:৪১   ২৭১ বার পঠিত