সোমবার, ৬ মার্চ ২০১৭

প্রকাশ হলো প্রতিক্ষিত সত্তা ছবির পোস্টার

Home Page » বিনোদন » প্রকাশ হলো প্রতিক্ষিত সত্তা ছবির পোস্টার
সোমবার, ৬ মার্চ ২০১৭



images2.jpgবঙ্গ নিউজঃ সুপারস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী পাওলি দাম জুটি বেঁধে অভিনয় করেছেন `সত্তা` ছবিতে। আগামী ৭ এপ্রিল ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এর আগেই এ ছবির প্রথম পোস্টার প্রকাশ হয়েছে রোববার রাতে।দুই বাংলার দুই তারকার উপস্থিতিতে এই পোস্টারটি পাওয়া গেল `সত্তা` ছবির নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের নিজস্ব ফেসবুকে। প্রকাশের পর পোস্টারটি নজর কেড়েছে। পোস্টার প্রকাশের পর শাকিবের ভিন্ন লুক আর পাওলির সঙ্গে প্রথমবার তার অভিনয় দেখতে অপেক্ষা আরো বেড়ে গেছে চলচ্চিত্রপ্রেমীদের, এমনটা বোঝা গেছে চলচ্চিত্র বান্ধব ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে।

এর আগে সত্তা ছবির গানগুলোও বেশ সাড়া ফেলেছে। পাশাপাশি গেল জানুয়ারিতে ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘সত্তা’।

শাকিব-পাওলি ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন বন্যা মির্জা, আশরাফ কবির, কাবিলা, নাসরিন, শিমুল খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:৫৮:৩২   ৪৪২ বার পঠিত