সোমবার, ৬ মার্চ ২০১৭
আকাশ জুড়ে আমার বাড়ি- রোকসানা লেইস
Home Page » সাহিত্য » আকাশ জুড়ে আমার বাড়ি- রোকসানা লেইস
বৃষ্টি জলের ফোটায় ধুয়ে যায় রে অভিমান
শিমুল তুলার মতন উড়ে মন পবনের গান
আকাশ জুড়ে আমার বাড়ি মেঘের ঘরে ঘুম
কোন বিরহী কি চায় তার স্বপ্ন চোখে চুম।
উড়িয়ে দিলাম রঙিন আলোর ফুল পাতাদের বান
স্বপ্ন ছোঁয়া জীবন আমার হৃদয় ভরা তান
বাংলাদেশ সময়: ১১:০৮:৫৩ ৩৫৮ বার পঠিত