রবিবার, ৫ মার্চ ২০১৭
স্টার জলসা দেখায় বাবা-মায়ের বকুনি, অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
Home Page » সারাদেশ » স্টার জলসা দেখায় বাবা-মায়ের বকুনি, অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
বঙ্গ-নিউজঃ ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা দেখায় বাবা-মায়ের বকুনি খেয়ে মমিতা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সে এম এ ওয়াজেদ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। শনিবার গভীর রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনার গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার সকালে ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ‘গত রাতে মেয়েটি পড়ালেখা ফাঁকি দিয়ে স্টার জলসা সিরিয়াল দেখায় বাবা-মা তাকে বকা দেন। এতে অভিমান করে গভীর রাতে মেয়েটি বাড়ির পাশে ছফেদা গাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। রাতে তাকে খোঁজখুজি করে না পেয়ে স্থানীয়রা তার ঝুলন্ত লাশ গাছের সাথে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মেয়েটির বাবা-মায়ের কাছে হস্তান্তর করে।’
তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপ-পরিদর্শক নজরুল ইসলাম।
সূত্র: ইত্তেফাক
বাংলাদেশ সময়: ১৪:৩১:১৯ ৩৮৪ বার পঠিত