রবিবার, ৫ মার্চ ২০১৭
আমেরিকাকে ‘চড়া মূল্য’ দিতে হবে- উত্তর কোরিয়া
Home Page » প্রথমপাতা » আমেরিকাকে ‘চড়া মূল্য’ দিতে হবে- উত্তর কোরিয়াবঙ্গ-নিউজঃ নতুন করে সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকায় উত্তর কোরিয়াকে যুক্ত করা হলে আমেরিকাকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং। শনিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রাণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করে।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ-কে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসী দেশ হিসেবে উত্তর কোরিয়াকে আবারও তালিকাভূক্ত করার পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র যদি এটা করে তাহলে তাদেরকে অবশ্যই চড়া মূল্য দিতে হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে পিয়ংইয়ংয়ের সুনাম ক্ষুণ্ন করার কাজে লিপ্ত হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎ ভাই কিম জং-নাম দুর্বৃত্তদের হাতে নিহত হন। ঘটনার পর থেকেই দক্ষিণ কোরিয়া এই হত্যার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে আসছে। ওই ঘটনার জের ধরে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে কালো তালিকাভুক্ত করার একটি পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৪৮:২৭ ৩৭৫ বার পঠিত