শনিবার, ৪ মার্চ ২০১৭
সভাপতি শাফিয়া, সাধারণ সম্পাদক মাহমুদা মহিলা আওয়ামী লীগের
Home Page » জাতীয় » সভাপতি শাফিয়া, সাধারণ সম্পাদক মাহমুদা মহিলা আওয়ামী লীগেরবঙ্গ-নিউজঃ মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শাফিয়া খাতুন সভাপতি এবং মাহমুদা বেগম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের নাম প্রস্তাব করেন। পরে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে শাফিয়া খাতুন সভাপতি ও মাহমুদা বেগম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এর আগে সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন।
এ ছাড়াও সম্মেলনে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা তারেক দিপ্তী ও সাধারণ সম্পাদক শবনম শীলা এবং ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক নার্গিস রহমান নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ২০:২৪:১০ ৪১০ বার পঠিত