শনিবার, ৪ মার্চ ২০১৭

এক্স ম্যানের উলভারিন চরিত্রে শাহরুখ

Home Page » প্রথমপাতা » এক্স ম্যানের উলভারিন চরিত্রে শাহরুখ
শনিবার, ৪ মার্চ ২০১৭



বঙ্হগ-নিউজঃ লিউডের ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে অন্যতম এক্স ম্যান। বিশেষ করে এক্স ম্যানের উলভারিনের চরিত্রটি সবার মনে দাগ কেটে আছে। কিন্তু এক্স ম্যানের পরবর্তী কোন সিরিজে যদি উলভারিন হিসেবে দেখা যায় বলিউড বাদশা শাহরুখকে! তাহলে কেমন হবে? শাহরুখ ভক্তরা নিশ্চয়ই নড়েচড়ে বসেছেন। অবাক করার কথা হলেও এমনটাই শোনা যাচ্ছে।

shahrukh will be wolverine

এক্স-ম্যান সিনেমা ‘লোগান’-এ অভিনয় করছেন হিউ জ্যাকম্যানকে। সিনেমাটি সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে। এই হিউ জ্যাকম্যানই প্রায় ১৬ বছর ধরে অভিনয় করছেন উলভারিন চরিত্রে। বয়সের কারণে এক্স ম্যান সিরিজের পরবর্তী সিনেমাতে হিউকে দেখা যাবে না উলভারিন চরিত্রে। তাহলে প্রশ্ন উঠেছে উলভারিন চরিত্রে বিশ্বমঞ্চ কাঁপাবেন কে? হিউ নিজেই বলেছেন, ‘উলভারিন চরিত্রে এবার দেখা যেতে পারে বলিউড বাদশাহ শাহরুখ খানকে। কারণ শাহরুখেরই কেবল সেই যোগ্যতা আছে।’

এক্স-ম্যান ছবির উলভারিন চরিত্রের মাধ্যমে যাত্রা শুরু হয় হিউ জ্যাকম্যানের। তারপর থেকে প্রায় ৮ বার চরিত্রটিকে অলংকৃত করেছেন তিনি। এবার মনে হয় আর দেখা যাবে না হিউকে। হিউ নিজেই বলেছেন, ‘আমার উলভারিন হয়ে অভিনয় না করাই ভালো হবে। হয়তোবা শাহরুখ এই চরিত্রে আরো ভালো করবেন।’

উলভারিন চরিত্রে শাহরুখকে দেখাটা কেবলই হিউ জ্যাকম্যানের ভাবনা বা পরামর্শ। তবে এক্স-ম্যান সিরিজের কর্তারা সেটা গায়ে কতোটা মাখাবেন সেটাই দেখার বিষয়। তবে শাহরুখ ভক্তরা নিশ্চয়ই নতুন রুপে শাহরুখকে দেখার অপেক্ষায় থাকবেন। ইতোমধ্যে জ্যাক হিউম্যান আর শাহরুখের পাশাপাশি ছবিতে ভরে গেছে অনলাইন দুনিয়া।

বাংলাদেশ সময়: ১২:০৪:৩৫   ৪১৭ বার পঠিত