শুক্রবার, ৩ মার্চ ২০১৭

জিম্বাবুয়েতে শিশুদেরকে মারধর সম্পূর্ণভাবে নিষিদ্ধ

Home Page » এক্সক্লুসিভ » জিম্বাবুয়েতে শিশুদেরকে মারধর সম্পূর্ণভাবে নিষিদ্ধ
শুক্রবার, ৩ মার্চ ২০১৭



আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে শিশুদেরকে মারধর সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত শিশুদের মারধর সংক্রান্ত এ নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে এখন থেকে দেশটিতে স্কুল বা বাড়ি কোনো জায়গায়ই শিশুদের গায়ে হাত তোলা যাবে না।

flag zimbabwe

তবে এই রায় কার্যকর হতে এখনো কিছু ধাপ বাকি রয়েছে। দেশটির সাংবিধানিক আদালত অনুমোদন দেওয়ার পরই এই নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হবে।

এর আগে গ্রেড ওয়ানের ছয় বছরের এক শিশুর গায়ে স্কুলে হাত তোলার অভিযোগে আদালতে মামলা করেছিলেন ওই শিশুর অভিভাবক। তার ওই মামলার রায় দিতে গিয়েই আদালত এ নিষেধাজ্ঞা আরোপ করেন।

আদালতে মামলা করা ওই অভিভাবক জানান, তার ছেলেকে স্কুলে প্রতিদিন রাবারের পাইপ দিয়ে পেটানো হতো। মারের যন্ত্রণায় সে রাতে ঘুমাতে পারতো না। মারধরের এই দাগ শরীরে বেশ কয়েকদিন ধরে থেকে যেতো।

বিচারপতি ডেভিড ম্যাঙ্গোটা শিশুদের শাস্তি দেওয়াকে অসাংবিধানিক বলে আখ্যায়িত করে এই রায় দেন। মানবাধিকার সংগঠনগুলো এই রায়কে স্বাগত জানিয়েছে।

সাংবিধানিক আদালত কর্তৃক এই রায় কার্যকর হলে গত কয়েক শতাব্দী ধরে দেশটিতে শিশুদের প্রতি যে আচরণ করা হয়ে আসছে তার পরিবর্তন ঘটবে। এদিকে আদালতের এই রায়কে সাধুবাদ জানানোর পাশাপাশি এ নিষেধাজ্ঞার বিরোধিতাও করছেন অনেক অভিভাবক।

বাংলাদেশ সময়: ১২:০৪:৫০   ৪৫২ বার পঠিত