বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
পিএসএলে ডাক পেয়েছেন বিজয়, খেলা নিয়ে সংশয়
Home Page » ক্রিকেট » পিএসএলে ডাক পেয়েছেন বিজয়, খেলা নিয়ে সংশয়বঙ্গ নিউজঃপাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্লাডিয়েটর্সে খেলার ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান এনামুল হক বিজয়। কিন্তু তিনি খেলতে যেতে পারবেন কিনা, এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ তাকে ডাকা হয়েছে শুধু ফাইনাল খেলার জন্য, আর ফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানে।
নিরাপত্তা জনিত কারণে কোয়েটার গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড়রা পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। এরপরই মূলত বিকল্প বিদেশি খেলোয়াড় হিসেবে বিজয়কে ডেকেছে কোয়েটা কর্তৃপক্ষ।
বিজয় জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই বোর্ডের কাছে অনুমতি চেয়েছেন। বোর্ড অনুমতি দিলে তিনি কোয়েটার হয়ে লাহোরে খেলতে যেতে রাজি আছেন।
জানা গেছে, আজ বিকেলের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিজয়ের পিএসএল খেলতে যাওয়া না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিবে। বিজয় ইতোমধ্যেই বোর্ডে গিয়েছেন এবং বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। বিজয়ের আগে দলটিতে খেলে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে তিনি খেলেছেন পিএসএলের আবুধাবি অংশে।
বাংলাদেশ সময়: ২২:৫৮:১৩ ৪১৮ বার পঠিত