বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
শ্রীলঙ্কায় গিয়েই তামিমের সেঞ্চুরি
Home Page » ক্রিকেট » শ্রীলঙ্কায় গিয়েই তামিমের সেঞ্চুরিবঙ্গ-নিউজঃ টেস্টের সর্বশেষ সাত ইনিংসে হাফ সেঞ্চুরি মাত্র একটি। তামিম ইকবাল যে রানের জন্য ক্ষুধার্ত বাঘের মতো হয়ে আছেন, সেটা তো জানাই। জানা ব্যাপারটা সত্য প্রমাণ করলেন এই ওপেনার। শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে তিনি তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি।
সেঞ্চুরি করার পথে মুমিনুল হককে নিয়ে ১৪৩ রানের জুটি গড়েন তামিম। মুমিনুল হক ৭৩ রানের ইনিংস খেলে আউট হয়ে গেলেও তামিম তুলে নেন সেঞ্চুরি।
মুমিনুল ৭৩ করার পথে খেলেন ১০৩ বল। ১০টি চার মারেন তিনি। ৫২ ওভার শেষে বাংলাদেশের রান ২৩৪। তামিম একাই করেছেন ১১৯। এই রান করার পথে সাতটি করে চার ও ছয় মেরেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজটি শুরু হবে মার্চের সাত তারিখ থেকে। তার আগে দুদিনের এই প্রস্তুতি ম্যাচটি খেলছেন মুশফিকরা।
শ্রীলঙ্কা সব সময়ই বাংলাদেশের কাছে প্রবল প্রতিপক্ষ। কিন্তু এবার মাঠের শক্তিতে লঙ্কানদের চেয়ে কিছুটা হলেও এগিয়ে বাংলাদেশ। ফলে এই সিরিজ থেকে দারুণ কিছুরই প্রত্যাশা করছে বাংলাদেশ। যার শুভ সূচনা হলো তামিমের অসাধারণ সেঞ্চুরিটির মাধ্যমে।
বাংলাদেশ সময়: ২০:২৪:৫৩ ৩৩৯ বার পঠিত