বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭

বুলুসহ বিএনপির ৩৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Home Page » আজকের সকল পত্রিকা » বুলুসহ বিএনপির ৩৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭



 

বঙ্গ-নিউজঃ রাজধানীর পল্টন থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস ও শিরিন সুলতানা।

মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী তাপস কুমার পাল এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৫ সালে পল্টন থানায় করা এই মামলায় মোট আসামি ৪৭ জন। এর মধ্যে ১২ জন জামিনে আছেন। বাকি ৩৫ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

জামিনে থাকা আসামিদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে পল্টন থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:৫৪:০৭   ৩৬২ বার পঠিত