বুধবার, ১ মার্চ ২০১৭

২৭ বছর থাকার পরও বের করে দিলো যুক্তরাজ্য

Home Page » প্রথমপাতা » ২৭ বছর থাকার পরও বের করে দিলো যুক্তরাজ্য
বুধবার, ১ মার্চ ২০১৭



 বঙ্গ-নিউজ; আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ এক নাগরিকের সঙ্গে ২৭ বছরের বৈবাহিক জীবন আইরিন ক্লেনেলের। পরিবারে রয়েছে দুই ছেলে, এক নাতনি। এতোবছর সংসারের পরও তাকে পাঠিয়ে দেয়া হলো সিঙ্গাপুরে।

Irine clenel

সিঙ্গাপুরের বংশোদ্ভূত আইরিন ক্লেনেল তার পরিবার নিয়ে ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ডারহাম শহরে বসবাস করতেন। যুক্তরাজ্যেই তাঁর দুই সন্তান ও নাতনির জন্ম। চলতি মাসের শুরুর দিকে মিডেলসবার্গে অভিবাসন অফিসে নিয়মমাফিক হাজিরা দিতে গেলে তাঁকে আটক করে স্কটল্যান্ডের সাউথ ল্যানার্কশায়ারে একটি হাজতে নিয়ে রাখা হয়।

জানা যায়, বিয়ের সময় আইরিনকে যুক্তরাজ্যে থাকার অনির্দিষ্টকালের অনুমতি দেয়া হয়। কিন্তু এর মাঝে আইরিন বৃদ্ধ বাবা-মায়ের সেবা করার জন্য সিঙ্গাপুরে অবস্থান করলে তার আবাসিক মর্যাদা অর্থাৎ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বাতিল হয়ে যায়।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আইরিন জানান, সাউথ ল্যানার্কশায়ারে বন্দিশালা থেকে গত শনিবার তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। এরপর সিঙ্গাপুরে পাঠিয়ে দেওয়া হয় তাকে।

তিনি বলেন, ‘আটকের পর আমাকে কোন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার সুযোগ দেয়া হয়নি। এমনকি বাড়ি থেকে পোশাক পর্যন্ত নিতে দেয়নি ওরা। আমার স্বামীর শারীরিক অবস্তা ভালো নয়। আমি ছাড়া তাঁকে দেখাশোনা করার আর কেউ নেই। যুক্তিরাষ্ট্র ও সিঙ্গাপুরে একাধিকবার থাকার অনুমতি চেয়ে আবেদন করেছি কিন্তু কর্তৃপক্ষ কোন জবাব দেয়নি।’

মাইগ্রেন্ট ভয়েস নামের একটি সংস্থা আইরিন ক্লেনেলকে যুক্তরাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রচারণা চালাচ্ছে। সংগঠনটির পরিচালক সাজেক রামাদান জানান, আইরিনের সাথে যা ঘটেছে তা হচ্ছে পুলিশদের কর্মকান্ডে পরিবার এবং জীবনকে বিপন্ন করে তোলার উদাহরণ।

বাংলাদেশ সময়: ১৯:১৯:০৯   ৩৫৯ বার পঠিত