বুধবার, ১ মার্চ ২০১৭
হাতীবান্ধায় বয়লার বিস্ফোরণ, ২ নারী শ্রমিক আহত
Home Page » আজকের সকল পত্রিকা » হাতীবান্ধায় বয়লার বিস্ফোরণ, ২ নারী শ্রমিক আহতবঙ্গ- নিউজঃ লালমনিরহাট প্রতিনিধি: হাতীবান্ধা,লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা
উপজেলায় চাউলকলের বয়লার বিস্ফোরণে রাহিলা
বেগম (৩৫) ও রেহানা বেগম (৪৫) নামের
২ নারী শ্রমিক গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার
(২৮ ফেব্রুয়ারি) মধ্য রাতে বড়খাতা এলাকায় আলহাজ্ব
হাছেন আলী মেম্বারের চাউলকলে বয়লার
বিস্ফোরণের এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বড়খাতা ঐ চাউল
কলটি আঃ আজিজ মিয়া ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত চাতাল
ব্যবসা পরিচালনা করে আসছে। মঙ্গলবার রাতে ধান
গ্যাস করাবস্থায় আকর্ষিকভাবে বয়লার বিস্ফরণ ঘটে।
এতে ঐ দুই নারী শ্রমিক গুরুত্ব ভাবে আহত হয়।
তাদেরকে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে ও পরে
রংপুর মেডিকেল ও কলেজ হাসপাতালের বার্ন
ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা
আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে চাতালের মালিক হাছান আলী মেম্বারের
সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মিলের
মালিক আমি হলেও দীর্ঘদিন যাবত আমার ব্যবসা
কার্যক্রম বন্ধ থাকায় বর্তমান আঃ আজিজ মিল চাতালটি
ভাড়া নিয়ে ব্যবহার করছেন।
অপরদিকে বর্তমান ভাড়াটিয়া চাতাল মালিক আঃ আজিজের
সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি
ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে আর কোন
কথা বলতে রাজি না হয়ে ফোনটির লাইন কেটে
দেন।
বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা
জামাল সোহেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯:৫২:৪৮ ৪০৬ বার পঠিত