মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
লালমনিরহাটে ট্রাক চাপায় আহত এক যুবকের মৃত্যু।
Home Page » বিবিধ » লালমনিরহাটে ট্রাক চাপায় আহত এক যুবকের মৃত্যু। বঙ্গ- নিউজ ডটকমঃ (মিজানুর) লালমনিরহাট প্রতিনিধি: ২৮ ফেব্রুয়ারি, লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক চাপায় পা হারানো গুরুত্বর আহত যুবক শ্যামল চন্দ্র রায় (২২) মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শ্যামল চন্দ্র ওই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাউয়ামারী এলাকার সুবল চন্দ্র রায়ের পুত্র বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি বোনের বাড়ি বেড়াতে গিয়ে ওই উপজেলায় আলা উদ্দিন নগর এলাকায় ট্রাকের চাপায় পরে একটি পা হারায় শ্যামল চন্দ্র রায়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে তার মৃত্যু ঘটে।
শ্রীরামপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২:৪৭:১৩ ২৮৬ বার পঠিত