মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭

বেশি করে গাছ লাগান, আফগানদের প্রতি তালেবানের বার্তা

Home Page » প্রথমপাতা » বেশি করে গাছ লাগান, আফগানদের প্রতি তালেবানের বার্তা
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭



 বঙ্গনিউজঃ ব্যতিক্রমধর্মী এক কারণে আলোচনায় তালেবান। প্রথাগত কারণে নয়, এবার গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধনের মতো বার্তা দিয়েছে তারা।

taliban sent message to plant trees

রোববার তালেবান প্রধান হায়বাতুল্লাহ আখুনজাদার পক্ষ থেকে আফগানিস্তানের নাগরিকদের প্রতি এই বার্তা পাঠানো হয়। বার্তায় বলা হয়, ইহকালীন সৌন্দর্যপ্রাপ্তির পাশাপাশি গাছ লাগানোর মাধ্যমে পরকালীন পুণ্যও লাভ হবে।

তালেবানদের পক্ষ থেকে বেশ করে ফলজ ও বনজ গাছ লাগানোর পরামর্শ দেয়া হয় এবং বলা হয় এর মাধ্যমে আল্লাহর সৃষ্টির কল্যাণ হবে।

তালেবানদের এ ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ব্যক্তিক্রমী উদ্যোগ বলে আখ্যায়িত করেছে।

বাংলাদেশ সময়: ১০:৩৬:৪৮   ৩১৩ বার পঠিত