সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭

বাংলাদেশের স্বীকৃতিও পেলো কসোভো

Home Page » প্রথমপাতা » বাংলাদেশের স্বীকৃতিও পেলো কসোভো
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭



 বঙ্গনিউজঃ ইউরোপের মুসলিম দেশ কসোভো এবার পেলো বাংলাদেশের স্বীকৃতি। ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করা দেশটি এক সময় সার্বিয়ার অংশ ছিলো।

map of cosovo

বাংলাদেশের আগে ওইআইসিভুক্ত ৩৬টি দেশ কসোভোকে স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সও স্বীকৃতি দিয়েছে দেশটিকে। বাংলাদেশ ১১৪তম দেশ হিসেবে কসোভোকে স্বীকৃতি দিলো।

আজ সচিবালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রীসভার নিয়মিত বৈঠক। সেখানেই কসোভোকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন যে, শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কসোভোর কাছে বাংলাদেশের স্বীকৃতি পৌঁছে দেয়া হবে।

কসোভো ১৯৯৯ সাল থেকে জাতিসংঘের অধীনে ছিলো। পরে ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে দেশটি। এরপর থেকেই বিভিন্ন দেশের স্বীকৃতি পাওয়া শুরু করে তারা।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:১৬   ৩৮২ বার পঠিত