সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭
ঝিনাইদহে যাবাহন চলাচল বন্ধ, যাত্রীরা চরম ভুগান্তির শিকার
Home Page » সারাদেশ » ঝিনাইদহে যাবাহন চলাচল বন্ধ, যাত্রীরা চরম ভুগান্তির শিকার
বঙ্গনিউজঃ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে খুলনা বিভাগের ১০ জেলায় রবিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছে। এই পরিবহন ধর্মঘটের ফলে দুপাল্লার সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, অনেক যাত্রী বাসস্ট্যান্ড থেকে ফিরে যাচ্ছেন। আবুল হোসেন নামের এক যাত্রী বলেন, জরুরিভাবে আমার ঢাকা যাওয়ার দরকার ছিল। ধর্মঘটের কারণে যেতে পারছি না। হঠাৎ করে শ্রমিকদের ধর্মঘটের ডাক দেয়া ঠিক হয়নি। আমরা বাসের শ্রমিক মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছি।
ঝিনাইদহ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন বলেন, খুলনা বিভাগের ১০ জেলায় এই পরিবহন ধর্মঘট চলছে। আমাদের দাবি না মানা পর্যন্ত এই ধর্মঘট চলবে।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ ৫ জন নিহত হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জমির হেসেনের বিরুদ্ধে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। শ্রমিক ফেডারেশন চালক জমিরের মুক্তির দাবিতে এ ধর্মঘট আহবান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:০৭:৩০ ৩৪০ বার পঠিত