রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭
পাটগ্রামে ছাত্রলীগের সভাপতি ইয়াবাসহ আটক!
Home Page » বিবিধ » পাটগ্রামে ছাত্রলীগের সভাপতি ইয়াবাসহ আটক!বঙ্গ- নিউজ ডটকমঃ (মিজানুর) লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট পাটগ্রাম পৌরসভা ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি শাকিল আহমেদ (২৬) কে ১০ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঐ উপজেলার বুড়িমারী চেক পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শাকিল আহমেদ পাটগ্রাম উপজেলার ৮ নং ওয়ার্ডের ষ্টোশন পাড়ার মৃত: রেজাউল করিমের ছেলে। সে ঐ ওয়ার্ডের পৌর ছাত্রলীগের সভাপতি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
বাংলাদেশ সময়: ৯:৪৯:৩৫ ৩৬৮ বার পঠিত