শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭

শীর্ষ তালিকাভৃক্ত কুখ্যাত কানা খোরশেদ গ্রেপ্তার

Home Page » সারাদেশ » শীর্ষ তালিকাভৃক্ত কুখ্যাত কানা খোরশেদ গ্রেপ্তার
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭



Image may contain: 15 people, people standing and outdoor বঙ্গ-নিউজঃ শীর্ষ তালিকাভৃক্ত কুখ্যাত কানা খোরশেদ কে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ।আজ দুপুরে দেবিদ্বারে ৫০ কেজি গাজা ও ১০০ বোতল ফেনসিডিল সহ.পাচারকারী কানা খোরশেদ কে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। থানার ইনচার্জ মিজানুর রহমান জানান… আমরা গোপন সংবাদে মধ্যমে দুপুরে প্রাইভেট কার নিয়ে গাজা ও ফেনসিডিল পাচারের সময় হাতে নাতে গ্রেফতার করি।

দেবিদ্বার থানায় ৪টি মাদক-মামলা ও বুড়িচং আরাইহাজার থানা সহ অন্তত এক ডজন মামলা আছে তার বিরোদ্ধে।

বাংলাদেশ সময়: ১৩:০৮:৩৬   ৪২৭ বার পঠিত