শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭

দুর্ঘটনায় মেডিকেল ছাত্রী নিহত

Home Page » এক্সক্লুসিভ » দুর্ঘটনায় মেডিকেল ছাত্রী নিহত
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭



Image result for দুর্ঘটনা ঘটে বঙ্গ-নিউজঃ রাজধানীর বংশাল থানার নর্থসাউথ রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই ছাত্রীর মা।আজ শনিবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশায় ওই ছাত্রী ও তাঁর মা ছিলেন।

নিহত ছাত্রীর নাম সাদিয়া হাসান (২২)। তাঁর মায়ের নাম শাহীনা সুলতানা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সাদিয়া ও তাঁর মা রাজশাহী থেকে ট্রেনে কমলাপুর স্টেশনে আসেন। সেখান থেকে অটোরিকশায় করে তাঁরা সাদিয়ার হোস্টেলে যাচ্ছিলেন। সাদিয়া ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন।

হাসপাতালে সাদিয়ার মা শাহীনা জানান, আল রাজ্জাক হোটেলের সামনে যাত্রীবাহী একটি বাস অটোরিকশায় ধাক্কা দেয়। আহত অবস্থায় মা-মেয়েকে সকাল ৭টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। মা চিকিৎসা নিয়েছেন।

সাদিয়ার লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১:২৩:২৭   ৪০২ বার পঠিত