শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭

ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙা বন্ধ করুন: ইসরায়েলকে জাতিসংঘ

Home Page » এক্সক্লুসিভ » ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙা বন্ধ করুন: ইসরায়েলকে জাতিসংঘ
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭



 বঙ্গনিউজঃ ফিলিস্তিনের পশ্চিমতীরে আন্তর্জাতিক অর্থায়নে তৈরি একটি হাসপাতাল ও ফিলিস্তিনিদের কয়েক ডজন বাড়িঘর ভেঙে ফেলার যে পরিকল্পনা ইসরায়েলি সরকার করেছে তা বাতিলের আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন।

united nations office

জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তা বিষয়ক সমন্বয়ক রোবার্ট পাইপার এবং জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান পরিচালক স্কট অ্যানডারসন পশ্চিমতীরের আল খান আল-আহমার গ্রামে এক পরিদর্শনে গিয়ে ইসরায়েল সরকারের প্রতি এ আহ্বান জানান।

১৪০টি বাড়ি বিশিষ্ট ওই আল খান আল-আহমার গ্রামে ৩৫টি পরিবার বসবাস করছে। ইতোমধ্যেই পরিবারগুলো ইসরায়েলি সেনাদের উচ্ছেদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানিয়েছেন রোবার্ট পাইপার।

ইসরায়েল সরকার এই পুরো গ্রামটি ধ্বংস করে দেয়ার জন্য ইতোমধ্যেই তাদের আমলাতান্ত্রিক প্রক্রিয়া শুরু করেছে।

রোবার্ট পাইপার ইসরায়েলকে এই ধংসযজ্ঞ থেকে বিরত থাকার আহ্বান জানান। একইসাথে দুর্ভোগে পতিত এইসব ফিলিস্তিনি সম্প্রদায়কে রক্ষা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েলের উচিত আন্তর্জাতিক আইনকে যথাযথ সম্মান জানানো।

এছাড়া ফিলিস্তিনের রামাল্লা ও জেরুজালেমে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের মিশন আল খান আল-আহমার গ্রামে বাড়িঘর ভেঙে ফেলার পরিকল্পনা তীব্র নিন্দা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩০:৩৭   ৩৬৮ বার পঠিত