শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭
রাশিয়া: পাকিস্তানের সঙ্গে আর যৌথ মহড়া নয়
Home Page » বিবিধ » রাশিয়া: পাকিস্তানের সঙ্গে আর যৌথ মহড়া নয়
বঙ্গনিউজঃ পাকিস্তানের সঙ্গে আর কখনো যৌথ মহড়া না করার ঘোষণা দিয়েছে রাশিয়া। এমন একটি খবর প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে।
গত বছর ভারতের উরির বিমান বাহিনীর একটি ঘাঁটিতে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। যদিও তারা তাদের পক্ষে তেমন কোনো প্রমাণ হাজির করতে পারেনি।
ওই ঘটনার কদিন পরই পাকিস্তানে এক যৌথ সেন মহড়ায় অংশগ্রহণ করে রাশিয়া। সে সময় পাকিস্তানে এসে রাশিয়ান সেনাদের সেই মহড়ার খবরে প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলো দিল্লি। পাকিস্তানের সঙ্গে রাশিয়ার এমন সম্পর্কের কারণে হতাশা আড়াল করতে পারেনি ভারত।
এ দিকে পাকিস্তানও সুযোগে ভারতকে দেখিয়ে দেখিয়ে রাশিয়ার সঙ্গে যৌথ মহড়াটি আয়োজন করে। এতে ভারত কিছু বলতেও পারছিলো না আবার সইতেও পারছিলো না।
ভারতীয় গণমাধ্যম দাবি করছে, পাকিস্তান সে সময় যৌথ মহড়ার খবরটি যেভাবে প্রচার করেছে, তাতে সম্মত হতে পারেনি রাশিয়া এবং এ কারণেই তারা পাকিস্তানের সঙ্গে আর মহড়া করতে নারাজ। একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্যও নাকি পাকিস্তানকে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে তারা
বাংলাদেশ সময়: ০:৫১:২৯ ২৭৯ বার পঠিত