বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭

জামিরের যাবজ্জীবন: চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে

Home Page » সংবাদ শিরোনাম » জামিরের যাবজ্জীবন: চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭






জামির উদ্দীনের রায়ের প্রতিবাদে চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘটন চলছে  বঙ্গনিউজঃ মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় চালক জামির উদ্দীনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। এ কারণে চুয়াডাঙ্গার অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলার প্রধান পাঁচটি রুটের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শ্রমিকদের পিকেটিং করতে দেখা গেছে।
এদিকে, হঠাৎ করে ধর্মঘটের ডাক দেওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তারা আলোচনা সাপেক্ষে দ্রুত এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার যেকোনও সময় ইউনিয়নের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসার কথা রয়েছে। সেই বৈঠক থেকেই মূলত পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-মানিকগঞ্জ এলাকার জোকা এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি পরিবহনের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। আলোচিত এ মামলায় বুধবার (২২ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চালক জামির উদ্দীনের যাবজ্জীবণ কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪:৩১:০০   ৩৭০ বার পঠিত