মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭
সিঙ্গাপুরের আকাশে বিরল ‘আগুনে রংধনু’
Home Page » প্রথমপাতা » সিঙ্গাপুরের আকাশে বিরল ‘আগুনে রংধনু’
বঙ্গ-নিউজঃ পুরো ১৫ মিনিট ধরে সিঙ্গাপুরের বাসিন্দাদের দৃষ্টি ছিল আকাশের দিকেই। সূর্যের আলো মেঘে ঠিকরে পড়ে বিরল এক ধরণের রংধনুতে সেজেছিল সিঙ্গাপুরের আকাশ।
মেঘের বরফের ক্রিষ্টালের ভেতর দিয়ে সূর্যের আলো প্রতিসরিত হওয়ায় এ ধরণের রংধনুর সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়। সোমবার বিকেলে পুরো সিঙ্গাপুর দ্বীপ থেকে নানা রঙের ওই রংধনুটি দেখা গেছে। অনেকের মতে, সাবানের বুদবুদ, প্রজাপতির ডানা কিংবা পানির ফোঁটার মধ্যে যে ধরনের রঙের খেলা দেখা যায়, এটা ঠিক সেরকমই ছিল।
একটি চাইল্ড কেয়ার সেন্টারে কর্মরত ফাজিদাহ মোখতার বলেন, ‘সোমবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে আমি রংধনুর ছবি তুলি। প্রথমে একটি কমলা রঙের বৃত্ত ছিল। এটিকে ঘিরে আরো অনেক রঙ ছড়িয়ে রংধনুটি বড় করে তোলে।’
তিনি বলেন, ‘প্রায় ১৫ মিনিট ধরে আকাশে এই রঙের খেলা দেখা যায় তারপর ধীরে ধীরে মিলিয়ে যায়।’ তিনি জানান, ‘স্কুলের সব শিশু, অভিভাবক ও কর্মীরা এই রংধনু দেখে আনন্দ পেয়েছে। অনেকে এমন রংধনুকে বিরল বলেও মন্তব্য করেছেন। ‘
সিঙ্গাপুরের এই অদ্ভুত তবে মনোমুগ্ধকর রংধনুর ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হলে অনেক মানুষই এই ছবিগুলোতে হুমড়ি খেয়ে পড়েন।
বাংলাদেশ সময়: ২১:০০:৩৩ ৫১১ বার পঠিত