মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭

আজ ৯ই ফাল্গুন,আজ ভাষা দিবস

Home Page » সর্বশেষ সংবাদ » আজ ৯ই ফাল্গুন,আজ ভাষা দিবস
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭



dsc_0910.jpg
karobi Ghosh;Bongo-News: আজ কেন্দ্রীয় শহীদমিনারে উপচে পড়া জনতার ঢল। সবাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে। ২১ ফেব্রুয়ারী জাতীয় শোক দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । ইংরেজি ১৯৫২ সাল ও ২১ ফেব্রুয়ারীর ভাষা আন্দোলনের ইতিহাস সবাই জানে।
কিন্তু আজ বাংলা পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের ৯ তারিখ। অর্থাৎ বাংলা ১৩৫৮ সালের ৮ই ফাল্গুন (মতান্তরে ৯ই ফাল্গুন, লীপ ইয়ারের কারনে পরবর্তীতে বাংলা এবং ইংরেজী তারিখ বিভ্রাট ঘটে)আমাদের বীর ভাষাসৈনিকরা১৪৪ ধারা ভেংগে রাজপথে নামার সাহস করেন। যেকারণে বাংলা ও বাঙ্গালীর অস্তিত্ব আজও স্বগর্বে টিকে আছে। অনেক সাধারনের আফসোস, কেন শুধু ইংরেজি তারিখ দিয়েই প্রচার?আমাদের বীর ভাষা সৈনিকেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিল মাতৃভাষা বাংলাকে রক্ষার জন্য। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস আমরা দিনটি পালন করি ইংরেজী ক্যালেন্ডারের হিসেবে। হয়তো দৈনন্দিন জীবনে আমরা ইংরেজী ক্যালেন্ডার ব্যবহার করি বলেই এরকম হলো।দিনটির আন্তর্জাতিক স্বীকৃতির জন্য হয়ত ইংরেজি তারিখ প্রয়োজন কিন্তু বাঙ্গালী কেন বাংলা তারিখ ভুলে যাবে?
তাই অনেকের দাবী ২১শে ফেব্রুয়ারীর পাশাপাশি ৯ই ফাল্গুন সমানভাবে প্রচার করা হোক এবং প্রচার পাক।

আজ এই ৯ই ফাল্গুন (২১শে ফেব্রুয়ারী) সেই ভাষা শহীদের প্রতি রইল বিনম্র গভীর শ্রদ্ধা।

বাংলাদেশ সময়: ১১:২৭:১৫   ৪২৪ বার পঠিত