সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭

শহীদ মিনারে থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা: বেনজীর আহমেদ

Home Page » প্রথমপাতা » শহীদ মিনারে থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা: বেনজীর আহমেদ
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭




 বঙ্গনিউজঃ শহীদ মিনারকে পাঁচটি সেক্টরে ভাগ করে তিনস্তরে নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বেনজীর আহমেদ বলেন, ‘মহান ২১ শে ফেব্রুয়ারির নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও সাভারের বেশকিছু সন্দেহভাজন স্থানে অভিযান চালিয়েছে র‌্যাব। এছাড়া শহীদ মিনার এলাকায় সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা কাজ করছে। আর র‌্যাবের টহল দল পেট্রোলে রয়েছে।’

এদিকে, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। শহীদ মিনারে সাধারণ মানুষ প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। জানা গেছে, ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারসহ অন্যান্যরা শ্রদ্ধা জানাবেন তাই শহীদ মিনার এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

বাংলাদেশ সময়: ১২:৫৭:০২   ২৭২ বার পঠিত