বঙ্গনিউজঃ শহীদ মিনারকে পাঁচটি সেক্টরে ভাগ করে তিনস্তরে নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বেনজীর আহমেদ বলেন, ‘মহান ২১ শে ফেব্রুয়ারির নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও সাভারের বেশকিছু সন্দেহভাজন স্থানে অভিযান চালিয়েছে র্যাব। এছাড়া শহীদ মিনার এলাকায় সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা কাজ করছে। আর র্যাবের টহল দল পেট্রোলে রয়েছে।’
এদিকে, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। শহীদ মিনারে সাধারণ মানুষ প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। জানা গেছে, ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারসহ অন্যান্যরা শ্রদ্ধা জানাবেন তাই শহীদ মিনার এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে