সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭

দলের হারের দিনে সাকিবের সাদামাটা পারফর্ম

Home Page » ক্রিকেট » দলের হারের দিনে সাকিবের সাদামাটা পারফর্ম
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭



বঙ্গনিউজ: আগের ম্যাচে ব্যাট করার সুযোগই পাননি। সুযোগ পেয়েও ভালো করতে পারলেন না সাকিব আল হাসান। তবে বল হাতেও করেছেন সাদামাটা পারফর্ম। মাঠ ছাড়ার আগে সাকিবের মুখে দেখা মিলেনি হাসির। কারণ  পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে শেষ বলে গিয়ে পাঁচ উইকেটে হেরে গেছে তার দল পেশোয়ার জালমি।

shakib psl 2016

পেশোয়ার জার্সিতে পরশু তামিমও মাঠে নেমেছিলেন। কিন্তু আগের ম্যাচে দুর্দান্ত এক অপরাজিত অর্ধশতক করা তামিম কাল সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত ৪ রানে আউট হয়েছেন। আর সাকিব ব্যাট হাতে ৭ বলে করেছেন ৫ রান।

পেশোয়ার অন্য ব্যাটসম্যানরাও ভালো করতে পারেননি। যাতে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি পেশোয়ার। সর্বোচ্চ ২৮ করেছেন ইয়ান মর্গান। পরে কৃপণ বোলিংয়ে ইসলামাবাদকে বেশ চাপেই রেখেছিল সাকিবরা। ১৫ রানে দুই উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্নও দেখছিল পেশোয়ার।

কিন্তু ডোয়াইন স্মিথের দৃঢতায় ধীরে ধীরে ম্যাচের গতিপথ পাল্টে গেছে। শেষ বলে গিয়ে পাঁচ উইকেটের জয় নিশ্চিত করেছে ইসলামাবাদ। স্মিথ ৫৯ বলে ৭২ করে অপরাজিত ছিলেন। সাকিব চার ওভার বোলিং করে ২৪ রান দিয়ে মিসবাহ উল হকের উইকেটটি পেয়েছেন

বাংলাদেশ সময়: ১০:৪০:৪৫   ২৯৬ বার পঠিত