সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭

অ্যাঞ্জেলা মেরকেল: ইসলাম সন্ত্রাসবাদের উৎস নয়

Home Page » প্রথমপাতা » অ্যাঞ্জেলা মেরকেল: ইসলাম সন্ত্রাসবাদের উৎস নয়
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭



 বঙ্গনিউজ: ইসলাম সন্ত্রাসবাদের উৎস নয় বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। শনিবার জার্মানির মিউনিখে সিকিউরিটি কনফারেন্সে দেয়া এক বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

angela merkel

বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেন মেরকেল। তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হলে মুসলিম অধ্যুষিত দেশগুলোর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

এছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রে সাত মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে ট্রাম্পের সাময়িক নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেন তিনি।

মেরকেল বলেন, রাশিয়া-ইউরোপ সম্পর্ক বর্তমানে চ্যালেঞ্জের মুখে থাকলেও ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়াকে সাথে নিয়েই কাজ করতে হবে।

এর আগে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার মিউনিখের বাইরিশার হফ হোটেলে বেলা পৌনে ১টা থেকে দেড়টা পর্যন্ত প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন এই দুই বিশ্বনেতা।

বৈঠকের বিষয়বস্তু জানা না গেলেও বাণিজ্য ও বিনিয়োগ, বৈশ্বিক সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ মোকাবেলাসহ উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাস, ইউরোপে চলমান শরণার্থী ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিলো।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০:৩৬:১৮   ২৫৬ বার পঠিত