সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭

মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশি আটক

Home Page » জাতীয় » মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশি আটক
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭



বঙ্গনিউজ: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে কমপক্ষে ৮৪ বাংলাদেশি আটক হয়েছেন। দেশটির ইমিগ্রেশন বিভাগের অধীনে এই অভিযান চলে।

malaysia arrest foreign worker

ইমিগ্রেশন বিভাগ মালয়েশিয়ার সানওয়ে পিরামিড, কে এলসিসি, পাসার সেনিতে অভিযান চালিয়ে ২৫৯ জন অবৈধ অভিবাসীকে আটক করে। এদের মধ্যে ৮৪ জন বাংলাদেশি বলে জানা গেছে।

তবে একদিকে ধর-পাকড় চালালেও অন্যদিকে দেশটিতে রি-হায়ারিং প্রোগ্রাম ও অস্থায়ী কাজের পারমিটের নিবন্ধন চলছে। ফলে অবৈধ অভিবাসীদেরকে নিবন্ধনে বাধ্য করতেই এই অভিযান চালানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

আটক ২৫৯ জনের কারও কাছেই মালয়েশিয়ায় অবস্থান করার বৈধ কাগজপত্র ছিল না বলে নিশ্চিত করেছেন দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী। তিনি জানান, আটক সবার বিরুদ্ধেই মালয়েশিয়ার অভিবাসন আইনে মামলা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে।

এদিকে ইমিগ্রেশন বিভাগের আকস্মিক অভিযান শুরু হওয়ায় আতঙ্কে দিন যাপন করছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীরা

বাংলাদেশ সময়: ১০:২৯:৪২   ২৪৫ বার পঠিত