সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭

বিনা অপরাধে এক যুগ গেলো কেটে গেলো জেলে

Home Page » প্রথমপাতা » বিনা অপরাধে এক যুগ গেলো কেটে গেলো জেলে
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭



বঙ্গনিউজ:  ২০০৫ সালে ভারতের কুখ্যাত ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ ধরেছিলো মোহাম্মদ হোসেইন ফাজিলিকে। ১২ বছর পর কোনো তথ্য প্রমাণ হাজির করতে না পারায় বেকসুর খালাস দেয়া হলো তাকে।

fazili was in prison without any reason

ফাজিলি পেশায় ছিলেন শাল নির্মাতা। কিন্তু ২০০৫ সালের ভয়াবহ ঘটনার সময় মুসলিম বলে তাকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় পাকিস্তানিদের সম্পৃক্ততার সন্দেহ এবং ফাজিলি একজন মুসলিম; এই দুই ব্যাপার মিলিয়ে তাকে ধরে নিয়ে যায় পুলিশ।

সে সময় ফাজিলির বাবা মাকে বলা হয়েছিলো যে, কিছুক্ষণ পরেই ফাজিলিকে ছেড়ে দেয়া হবে। কিন্তু সেই ‘কিছুক্ষণ’ আসতে আসতে কেটে গেলো পুরো একটা যুগ।

এ ঘটনায় স্বভাবতই চরম ক্ষতির মুখে পড়েছে ফাজিলির পরিবার। জেল থেকে মুক্তি পেয়ে তিনি বলেছেন, ‘কোনো অপরাধ না করেই যে আমাকে ১২ বছর জেলে থাকতে হলো, এর দায় কে নিবে?’

ফাজিলি প্রশ্ন করেছেন ঠিকই, কিন্তু এর উত্তর যে তিনি পাবেন না, তা এক রকম জানা কথাই। ফাজিলির বাবা- মা এতোদিনে বৃদ্ধ হয়ে গেছেন। বছরের পর বছর ধরে সন্তানের অপেক্ষা করার পর তাকে ফিরে পেয়ে তারা এখন খুশি

বাংলাদেশ সময়: ১০:২৬:৩০   ২৯৭ বার পঠিত