সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭

টানা ২৬ ঘণ্টা ব্যাটিং করে নারী ক্রিকেটারের বিশ্বেরেকর্ড!

Home Page » ক্রিকেট » টানা ২৬ ঘণ্টা ব্যাটিং করে নারী ক্রিকেটারের বিশ্বেরেকর্ড!
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭



 বঙ্গনিউজ:  শুনতেই বেশ অসম্ভব মনে হচ্ছে। একদিন ২৪ ঘণ্টা, কিন্তু টানা ২৬ ঘণ্টা ব্যাটিং! তাও আবার একজন নারী ক্রিকেটার? অবিশ্বাস্য কাণ্ডটাই ঘটিয়েছেন ক্যাথিয়া উত্তয়ামাহোরো। আর এতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেই নাম উঠে গেছে রুয়ান্ডার এই নারী ক্রিকেটারের।

cathia top record

রুয়ান্ডার রেমেরার আমাহোরো স্টেডিয়ামে টানা এতো সময় ব্যাটিং করেছেন ক্যাথিয়া। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু করে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ব্যাটিং করে গিনেস বুকে নিজের নাম তুলেছেন তিনি।

স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে টানা ২৬ ঘন্টা ব্যাটিং করা কোন ম্যাচের ঘটনা হতে পারে না। ক্যাথিয়া এই কৃর্তি গড়েছেন নেটে। নেটে টানা এক দিনের বেশি সময় ব্যাটিং করেছেন তিনি। তবে যতোই নেটে হোক, টানা ২৬ ঘন্টা ব্যাটিং করার কৃতিত্ব তো তাকে দিতেই হবে। ব্যাটিং দূরের কতা, টানা ২৬ ঘণ্টা শুধু দাঁড়িয়ে থাকাও তো চাট্টিখানি কথা নয়।

অবশ্য রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েই ব্যাটিং শুরু করেছিলেন ক্যাথিয়া। উদ্দেশ্য ছিল রেকর্ড গড়ে পাওয়া অর্থ রুয়ান্ডার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরিতে কাজে লাগাবেন। লক্ষ্য পূরণ হয়েছে ক্যাথিয়ার। কথা মতো স্টেডিয়াম তৈরির জন্য রেকর্ড গড়ার অর্থও দিয়ে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০:২২:১৯   ২৭৮ বার পঠিত