রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭
বিয়ের খরচ কমাতে বলছেন যিনি, তার বিয়ের অতিথি ১ লক্ষ!
Home Page » এক্সক্লুসিভ » বিয়ের খরচ কমাতে বলছেন যিনি, তার বিয়ের অতিথি ১ লক্ষ!ভারতের কংগ্রেস দলের সাংসদ রঞ্জিত রঞ্জন বিয়ের খরচ কমানোর পক্ষে একটি বিল উত্থাপন করবেন শিগগিরই। তার স্বামী পাপ্পু যাদবও একজন সাংসদ। কিন্তু ভারতীয় একটি সংবাদ বলছে, এই দুই সাংসদ নিজেদের বিয়েতে দাওয়াত করেছিলেন এক লক্ষ অতিথিকে! বিয়ের খরচ কমানোর পক্ষে রঞ্জিত যে বিল উত্থাপন করতে যাচ্ছেন, তার পক্ষে ভারতের বহু মানুষ মত প্রকাশ করেছেন। কিন্তু তারা জানতেন না যে, রঞ্জিত ও তার স্বামী নিজেদের বিয়েতে খরচ করেছেন দুই হাত খুলে।
১৯৯৪ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন পাপ্পু যাদব ও রঞ্জিত। সে সময় চার্টার্ড বিমানে করে কণে আনতে গিয়েছিলেন পাপ্পু। বিয়েতে নিমন্ত্রণ পেয়েছিলেন শহরের সব নামকরা মানুষ। সব মিলিয়ে অতিথির সংখ্যা ছিলো এক লক্ষ্য।
ভারতীয় সংবাদ জানাচ্ছে, এখন বিয়ের খরচ কমানোর কথা বলে রঞ্জিত জনগণের মন পাচ্ছেন ঠিকই। কিন্তু তার বিয়ের আয়োজন বসেছিলো ২০০ একর জমির উপর।
জানা গেছে, ভারতীয় সাংসদ রঞ্জিত যে বিলটি সংসদে তুলতে যাচ্ছেন, তাতে বলা থাকবে যে, কোনো ব্যক্তি যদি নিজের সন্তানের বিয়েতে পাঁচ লাখে বেশি খরচ করেন, তবে ১০ শতাংশ টাকা অন্য কোনো গরীব ছেলে বা মেয়ের বিয়েতে দিতে হবে।
বাংলাদেশ সময়: ১১:৪২:২২ ৩২৪ বার পঠিত