বিয়ের খরচ কমাতে বলছেন যিনি, তার বিয়ের অতিথি ১ লক্ষ!

Home Page » এক্সক্লুসিভ » বিয়ের খরচ কমাতে বলছেন যিনি, তার বিয়ের অতিথি ১ লক্ষ!
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭



1ভারতের কংগ্রেস দলের সাংসদ রঞ্জিত রঞ্জন বিয়ের খরচ কমানোর পক্ষে একটি বিল উত্থাপন করবেন শিগগিরই। তার স্বামী পাপ্পু যাদবও একজন সাংসদ। কিন্তু ভারতীয় একটি সংবাদ বলছে, এই দুই সাংসদ নিজেদের বিয়েতে দাওয়াত করেছিলেন এক লক্ষ অতিথিকে! বিয়ের খরচ কমানোর পক্ষে রঞ্জিত যে বিল উত্থাপন করতে যাচ্ছেন, তার পক্ষে ভারতের বহু মানুষ মত প্রকাশ করেছেন। কিন্তু তারা জানতেন না যে, রঞ্জিত ও তার স্বামী নিজেদের বিয়েতে খরচ করেছেন দুই হাত খুলে।

১৯৯৪ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন পাপ্পু যাদব ও রঞ্জিত। সে সময় চার্টার্ড বিমানে করে কণে আনতে গিয়েছিলেন পাপ্পু। বিয়েতে নিমন্ত্রণ পেয়েছিলেন শহরের সব নামকরা মানুষ। সব মিলিয়ে অতিথির সংখ্যা ছিলো এক লক্ষ্য।

ভারতীয় সংবাদ জানাচ্ছে, এখন বিয়ের খরচ কমানোর কথা বলে রঞ্জিত জনগণের মন পাচ্ছেন ঠিকই। কিন্তু তার বিয়ের আয়োজন বসেছিলো ২০০ একর জমির উপর।

জানা গেছে, ভারতীয় সাংসদ রঞ্জিত যে বিলটি সংসদে তুলতে যাচ্ছেন, তাতে বলা থাকবে যে, কোনো ব্যক্তি যদি নিজের সন্তানের বিয়েতে পাঁচ লাখে বেশি খরচ করেন, তবে ১০ শতাংশ টাকা অন্য কোনো গরীব ছেলে বা মেয়ের বিয়েতে দিতে হবে।

বাংলাদেশ সময়: ১১:৪২:২২   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ