বঙ্গনিউজঃ ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালন করতে শনিবার থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও সাজ-সজ্জার কাজ শুরু হয়েছে। একুশের ভাব-গাম্ভীর্য এবং সৌন্দর্য রক্ষার্থে বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালে কোনও ছবি, পোস্টার ও ব্যানার না লাগাতে সবার প্রতি অনুরোধ করা হয়েছে।
২১ ফেব্রুয়ারির আগ পর্যন্ত শহীদ মিনারে কোনও সংগঠনের কোনও প্রকার অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না।
বিভিন্ন উপ-কমিটির ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে সংশ্লিষ্ট সবার প্রতি সমন্বয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ সময়: ১০:০৮:১৩ ৩৭৪ বার পঠিত