শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭
চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ১১
Home Page » প্রথমপাতা » চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ১১
এই দাবানলে মোট ৭০০টির বেশি স্থানে আগুন ধরে যায়। এতে কোকুইম্বো ও লা অ্যারাউকানিয়া অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অঞ্চল দুটিতে ১১ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই দমকল কর্মী। এ ছাড়াও এখানকার এক হাজারের বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
কোনাফ জানিয়েছে, দাবানলটি চলতি শতাব্দির অন্যতম ভয়াবহ ও প্রলয়ঙ্করী। সবচেয়ে প্রলয়ঙ্করী দাবানলটি কানাডার অ্যালবার্টা অঙ্গরাজ্যে দেখা দেয়। এতে সেখানকার সাত লাখ হেক্টর এলাকা ধ্বংস হয়ে যায়। সরকার এই ক্ষতি কাটিয়ে পুনর্গঠনে ৩৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রয়োজন হবে বলে প্রাথমিকভাবে অনুমান করছে।
সংস্থাটি আরো জানায়, দাবানল নিয়ন্ত্রণে প্রায় ২০ হাজার দমকল কর্মী ও স্বেচ্ছাসেবী অংশ নেয়। এছাড়াও ৪৯টি হেলিকপ্টার ও বিমান মোতায়েন করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:১৫:৫৭ ৩৭৭ বার পঠিত