শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭

লালমনিরহাটে চাদাঁবাজির অভিযোগে হাতি আটক ।

Home Page » বিবিধ » লালমনিরহাটে চাদাঁবাজির অভিযোগে হাতি আটক ।
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭



 

বঙ্গ-নিউজ ডটকমঃ লালমনিরহাট প্রতিনিধি: ১৮ ফেব্রুয়ারি, লালমনিরহাটে এবার হাতির বিরুদ্ধে চাদাঁ বাজির অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সন্ধ্যায় জেলার আদিতমারী থানায় চাদাঁ বাজির অভিযোগ তুলে একটি এজাহার দায়ের করেন ওই উপজেলার বিএনপি’র আহবায়ক ।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাপাইনবাগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকার বিছারত আলীর পুত্র সিহাব বেশ কিছু দিন ধরে এ এলাকায় হাতী দিয়ে চাদাঁ বাজি করে আসছে। আজ শনিবার সন্ধ্যায় ওই উপজেলার ভাদাই ইউনিয়নের সেনপাড়া এলাকায় চাদাঁবাজি করতে থাকে। এ সময় বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাব্বি দুলু ও আদিতমারী উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলীকে আটক করে চাদাঁ দাবী করেন। তারা চাদাঁ দিতে অস্বীকার করলে হত্যার হমুকি দেয়।
আদিতমারী উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী জানান, ওই হাতি দিয়ে বেশ কিছু দিন ধরে এলাকায় চাদাঁবাজি করা হচ্ছে। হাতির হামলায় আমার গাড়ীও ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় আদিতমারী উপজেলা বিএনপি’র আহবায়ক আমিনুর ইসলাম বাদী হয়ে থানা পুলিশের কাছে একটি অভিযোগ করেছেন।
আদিতমারী থানার ওসি হরেস্বর রায় জানান, যান চলাচলে একটি হাতি বিঘœ সৃষ্টি করায় মাইথসহ হাতিটিকে আটক করা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৪২   ৩০৪ বার পঠিত