শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রমাণ পেলে বাবুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Home Page » প্রথমপাতা » প্রমাণ পেলে বাবুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গ-নিউজঃ স্ত্রী হত্যার দায়ে যে অভিযোগ উঠছে পুলিশের সাবেক কর্মকর্তা বাবুল আক্তারে বিরুদ্ধে, তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘অপরাধী সরকারি চাকরিজীবী বা পুলিশ, যেই হোক, কোনো ছাড় পাবে না। বাবুল আক্তারের বিরুদ্ধে যে অভিযোগের কথা শোনা যাচ্ছে, তা প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমাদের কাছে এখনো সে রকম কোনো প্রমাণ নেই।’
২০১৬ সালের জুন মাসের পাঁচ তারিখে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে আততায়ীর গুলি ও ছুরির আঘাতে প্রাণ হারান বাবুলের স্ত্রী মিতু্। পরে বাবুল বাদী হয়ে স্ত্রী হত্যার মামলা করেন।
মামলার তদন্তের একেক পর্যায়ে সামনে আসে একেক রকম ব্যাপার। এক পর্যায়ে স্ত্রী হত্যার জন্য বাবুলের প্রতিও সন্দেহ প্রকাশ পায়। এ ঘটনায় পুলিশের চাকরিও হারান বাবুল।
উৎসঃ24/7
বাংলাদেশ সময়: ১৬:৫৮:২০ ৩৪২ বার পঠিত