শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭
‘বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে পারেনি, আগামীতেও পারবে না’
Home Page » জাতীয় » ‘বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে পারেনি, আগামীতেও পারবে না’
বঙ্গ-নিউজঃ ৫ জানুয়ারির নির্বাচন বিএনপি প্রতিহত করতে পারেনি, আগামী নির্বাচনও পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাজশাহী কলেজ মাঠে বিভাগীয় ডিজিটাল মেলার উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে এ কথা বলেন তিনি।
সংবিধান এবং নির্বাচনও কারও জন্য অপেক্ষা করবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্দিষ্ট সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া জেলে যাবেন কি না সেটা আদালত সিদ্ধান্ত দেবে। আদালতের রায় জনগণ মানবে, বিএনপিকেও মানতে হবে। না মানলে জনগণ তাদের প্রতিহত করবে।
এছাড়া বাংলাদেশ এখন নেতা উৎপাদনের বিরাট কারখানা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাতি নেতা, সিকি নেতা-হরেক রকমের নেতা। তাদের ছবি দেখি বিলবোর্ডে। সামনে দেখলে চিনতে পারি না। বিলবোর্ডে সবাই নায়ক হয়ে যায়! এরা নিজেদের প্রচারণায় শেখ হাসিনাকে ব্যবহার করে, ওবায়দুল কাদেরকে ব্যবহার করে। এসব নেতা থেকে সাবধান।
উক্ত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, একসেস টু ইফরমেশন প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ হবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ২৩:১৮:২২ ৩৩৪ বার পঠিত