বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭

ভাত রান্নায় এত বড় ভুল!

Home Page » স্বাস্থ্য ও সেবা » ভাত রান্নায় এত বড় ভুল!
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭



ভাত এর চিত্র ফলাফলবঙ্গ-নিউজঃ হাতেগোনা কয়েকজনকে বাদ দিয়ে প্রতিদিন প্রায় সবাই দুইবেলা ভাত খান। কিন্তু ভাত রান্না করতে গিয়ে একটুখানি ভুল ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কি, বিশ্বাস হচ্ছে না তো? তবে এটাই সত্যি। ভুল পদ্ধতিতে ভাত খাওয়ার ফলে আপনার দেহে প্রবেশ করছে বিষ। অলক্ষে শরীরে বাসা বাঁধছে ক্যান্সারের মতো মরণ রোগ।সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে ব্রিটেনের কুইনস ইউনিভার্সিটি বেলফাস্টের গবেষকদের গবেষণায়। তারা জানাচ্ছেন, চাষের কাজে বহু কীটনাশক ও রাসায়নিক ব্যবহৃত হয়। তাই রান্না করার আগে খুব ভালো করে চাল না ধুয়ে রান্না করলে মারাত্বক বিষ প্রবেশ করে শরীরে।

গবেষকরা জানাচ্ছেন, এই বিষ রোধ করা একেবারেই সম্ভব নয়। তবে এর প্রভাব কমানো যেতে পারে। তাই রান্না করার আগে সারা রাত চাল ভিজিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। তারা জানিয়েছেন, সারা রাত চাল ভিজিয়ে রাখলে রাসায়নিক, টক্সিন এবং আর্সেনিকের মাত্রা ৮০ শতাংশ পর্যন্ত কমে যায়। সম্প্রতি তাদের এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪০:১২   ১২৪১ বার পঠিত