বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭
ভয়াবহ দাবানলে পুড়ছে ক্রাইস্টচার্চ
Home Page » প্রথমপাতা » ভয়াবহ দাবানলে পুড়ছে ক্রাইস্টচার্চ
বঙ্গ-নিউজঃ নিউজিল্যান্ডের নয়নাভিরাম শহর ক্রাইস্টচার্চ পুড়ছে ভয়াবহ দাবানলে। এই দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে অসংখ্য বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, এই দাবানলের কারণে ক্রাইস্টচার্চে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং দাবানলে আক্রান্ত হতে পারেন, এমন বহু মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে।
ক্রাইস্টচার্চ প্রশাসন ইতোমধ্যেই আগুন নেভানোর জন্য মোতায়েন করেছে দমকল বাহিনীর কয়েকটি উইনিট। তারা আগুন নিয়ন্ত্রণে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আগুন নেভানোর কাজে ১৪টি হেলিকপ্টার এবং আরো কয়েকটি অত্যাধুনিক যানও মোতায়েন করা হয়েছে। তারপরও পুরো আগুন নিয়ন্ত্রণে নিতে কতো সময় লাগতে পারে, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৭:৩৬:০০ ৩৬৯ বার পঠিত