বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭
ইরাকে আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত
Home Page » প্রথমপাতা » ইরাকে আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহতবঙ্গ-নিউজঃ ইরাকের রাজধানী বাগদাদের উপশহরে শিয়াপ্রধান অঞ্চলে এক শক্তিশালী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। সদর সিটিতে গ্যারেজ ও ব্যবহৃত গাড়ির বাজার লক্ষ্য করে একটি পিক আপ ট্রাক উড়িয়ে দেন আত্মঘাতী বোমা হামলাকারী। অন্তত ৪২ জন আহত হয়েছেন এ হামলায়।
২০১৭ সালের প্রথম কয়েকদিন বাগদাতে বেশ কয়েকটি বড় ধরনের আত্মঘাতী হামলা হয়েছিল। তবে সেই সংখ্যাটা সম্প্রতি কমে এসেছে। সর্বশেষ এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি কেউ। অবশ্যই এ ধরনের হামলায় তথাকথিত ইসলামি স্টেট দায় স্বীকার করে থাকে।
এর আগে গত মঙ্গলবার বাগদাদের দক্ষিণে একটি গাড়ি বোমা হামলায় চার জন নিহত হন। আর সদর সিটিতেই গত ২ জানুয়ারি আইএসের হামলার শিকার হয়ে মারা যান ৩৫ জন।
বাংলাদেশ সময়: ১:০৭:২৭ ৩০৭ বার পঠিত