বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭
বিশ্বে সবচেয়ে বেশি বোমা বিস্ফোরণ ভারতে?
Home Page » প্রথমপাতা » বিশ্বে সবচেয়ে বেশি বোমা বিস্ফোরণ ভারতে?
বঙ্গ-নিউজঃ ২০১৬ সালে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভারতে। ন্যাশনাল বোম্ব সেন্টারের (এনবিডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বর্তমান বিশ্বের যুদ্ধ বিধ্বস্ত দেশ ইরাক, সিরিয়া ও আফগানিস্তানের চেয়েও ভারতে বেশি বোমা বিস্ফোরণের ঘটনায় অবাক হয়েছেন অনেকেই। বিশেষ করে প্রতিবেদনে যখন বলা হয়, প্রতিবেশী দেশ পাকিস্তানেও এর চেয়ে কম বোমা বিস্ফোরিত হয়েছে।
এনবিডিসির বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ২০১৬ সালে ভারতে ৪০৬টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যা ছিলো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। তবে এই হিসাবের সাথে ভারতের অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনাও যোগ করা হয়েছে।
ভারতে ৪০৬টি বিস্ফোরণের ঘটনা ঘটলেও একই সময়ে যুদ্ধ বিধ্বস্ত দেশ ইরাকে এর প্রায় অর্ধেক অর্থাৎ ২২১টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া পাকিস্তানে ১৬১টি, আফগানিস্তানে ১৩২টি, তুরস্কে ৯২টি, থাইল্যান্ডে ৭১টি, দক্ষিণ আফ্রিকায় ৬৩টি, সিরিয়ায় ৫৬টি, মিশরে ৪২টি এবং বাংলাদেশে ২৯টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, এনবিডিসি ভারতের কমান্ডো বাহিনী এনএসজি’র পক্ষে একটি তদন্ত সংস্থা হিসেবে কাজ করে থাকে
বাংলাদেশ সময়: ২৩:৪১:২২ ২৮৪ বার পঠিত