বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭

নির্বাচন কমিশনে নতুন কমিশনাররা

Home Page » জাতীয় » নির্বাচন কমিশনে নতুন কমিশনাররা
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭






প্রধান নির্বাচন কমিশনারসহ অপর চার কমিশনার
 বঙ্গনিউজঃ শপথ গ্রহণের পর নির্বাচন কমিশনে যোগ দিয়েছেন নতুন নির্বাচন কমিশনাররা। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অপর চার কমিশনার বুধবার বিকাল সাড়ে চারটার দিকে আগারগাঁওয়ের নতুন নির্বাচন কমিশন ভবনে এসে পৌঁছান। এসময় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাদের স্বাগত জানান।
পরে তাদের জন্য সাজানো কক্ষগুলোতে তাদের পৌঁছে দেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
আজ বিকাল ৫টায় ইসি সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের।
এর আগে আজ বিকাল ৩ টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি এস কে সিনহা তাদের শপথবাক্য পাঠ করান।
উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে গত ৬ ফেব্রুয়ারি নতুন ইসি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে ৫ সদস্য বিশিষ্ট ইসি গঠন করেন তিনি। কমিশনের অন্য চার সদস্য হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম ও  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯:১১:০৮   ৩৬৫ বার পঠিত