বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭

ভালবাসা দিবসে বিসর্গ টিমের খাবার বিতরণ সুবিধাবঞ্চিতদের মাঝে!

Home Page » বিবিধ » ভালবাসা দিবসে বিসর্গ টিমের খাবার বিতরণ সুবিধাবঞ্চিতদের মাঝে!
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭



 

বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি : রেস্টুরেন্ট গুলো উপচে পড়া ভীড়। আদরের সন্তান কিংবা প্রিয় মানুষটিকে নিয়ে দামী খাবার খেতে ছুটে যাচ্ছে সবাই। পড়নে লাল রঙের
পাঞ্জাবী , শাড়ী। হাতে দশ টাকার গোলাপ ফুলটিও একশত টাকা। ভালবাসার মানুষ বলে কথা! তাই একশত টাকাও আজ দশ টাকার সমান। ভালোবাসা দিবসের গল্প গুলো ঠিক এমনি।
ভালবাসা শুধু মাত্র ব্যক্তিকেন্দ্রিক হওয়া ঠিক নয়। ভালবাসা হওয়া চাই মানবতার জন্য। বিসর্গ টিম মানবতাকে ভালোবেসে  তাই পথশিশু আর সুবিধাবঞ্চিতদের মুখে তুলে দেয় একটু ভালো খাবার।
ব্যস্ততম ঢাকা নগরীর এয়ারপোর্ট এলাকায়  দেখা যায় বিসর্গ টিমের সদস্যদের। বুকে বিসর্গ ব্যাচ ধারন করে হাতে খাবারের প্যাকেট আর পানি পৌছে দেয় পথশিশুদের কাছে। ভালবেসে বুকে ঝড়িয়ে নিয়ে বলে ভালবাসি। এ যেন এক পরম প্রাপ্তি আর শান্তি।
বিসর্গ টিমের সদস্যদের এমন ভিন্ন ভালবাসায় অনেকটা আবেগাল্পুত হয়ে পড়ে শিশুরা। ভালো খাবার পেয়ে পরম তৃপ্তির হাসি যেন জানান দেয় এটাই হয়ত ভালবাসা। খাবার বিতরণে উপস্থিত ছিলেন মহিউদ্দিন শ্রাবন, মিনহাজ অনিক, কামরুন্নাহার মিতু, মৌ নন্দী, তামান্না, রেজা, মেহেদী, মাহবুব,মহসিন, মাহি প্রমুখ সদস্যরা। নিজেদের খরচের টাকা বাছিয়েই এই আয়োজন করে তারা।
এ প্রসঙ্গে বিসর্গ টিমের প্রধান মহিউদ্দিন শ্রাবন বলেন- ভালবাসা সবার জন্য হওয়া চাই, পরিবারের সবার ভালবাসার পরও প্রত্যেকের প্রয়োজন মানবতাকে ভালবাসা। ভালবেসে মানবসেবার মাধ্যমেই প্রকৃত ভালবাসার স্বাদ পাওয়া যায়।
তারই ধারাবাহিকতায় বিসর্গ টিম ভালবাসা দিবসে আরো একবার মানবতাকে ভালবেসে আয়োজন করে খাবার বিতণের।

বাংলাদেশ সময়: ১৯:২১:০২   ৩১০ বার পঠিত