বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭

২০০০ টাকার নোট দিয়ে গাড়ি সাজিয়ে প্রেম প্রকাশ,ভালবাসা দিবসে

Home Page » প্রথমপাতা » ২০০০ টাকার নোট দিয়ে গাড়ি সাজিয়ে প্রেম প্রকাশ,ভালবাসা দিবসে
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭



 india car covered with note

বঙ্গ-নিউজঃ ভালোবাসার মানুষটিকে একটু চমকে দেয়ার জন্য মানুষ কতো কিছুই না করে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই শুরু হয় ভারোবাসা দিবসের জন্য উপহার কেনার পালা। কিন্তু চমকে দেয়ার এমন আশ্চর্য পন্থা কারই বা মাথায় আসে!

ভারতের মুম্বাইয়ে  ১৪ ফেব্রুয়ারি প্রেমিকাকে চমক দিতে ২০০০ টাকার নতুন নোটে নিজের পুরো গাড়ি মুড়ে ফেলেছে এক যুবক। আর এই ঘটনা ঘটিয়ে আনন্দের একটি দিন অতিবাহিত করার বদলে তাকে পুলিশের কাছে আটক হতে হয়েছে।

ভারতীয় সরকার নোট বাতিলের তিন মাস কেটে গেছে কিন্তু নোট নিয়ে সাধারণ মানুষের দুভোর্গ এখনো কমেনি। অধিকাংশ সময়ই ব্যাংক বা এটিএম-এ নোট পাওয়া যাচ্ছে না। ২০০০ টাকার নোট পাওয়া গেলেও পর্যাপ্ত খুচরো নোট একপ্রকার নেই-ই। কিন্তু এই যুবকের এমন কাণ্ডে মুম্বাইয়ে সাধারণ মানুষের চোখ কপালে উঠেছে।

পুলিশের কাছে আটক থাকায় যুবকটির  পুরো পরিকল্পনা ভেস্তে গেল। তাই পুলিশি হেফাজতেই এখন পর্যন্ত কেটে যাচ্ছে তার ভালোবাসা দিবস। তবে পুলিশ এখন পর্যন্ত এই যুবকের পরিচয় জানায়নি।

বাংলাদেশ সময়: ০:২৭:৪৮   ৪৩৮ বার পঠিত