মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
ইরাক থেকে সিরিয়া যাওয়ার পথে ৫০ আইএস সদস্যের মৃত্যু
Home Page » প্রথমপাতা » ইরাক থেকে সিরিয়া যাওয়ার পথে ৫০ আইএস সদস্যের মৃত্যু
বঙ্গ-নিউজঃ সঙ্গীদের সঙ্গে যোগ দেয়ার জন্য ইরাক থেকে সিরিয়ায় যাওয়ার পথে ৫০ জন আইএস সদস্য নিহত হয়েছেন বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তাদেরকে হত্যার দাবি করেছে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট।
ইউনিটটির মুখপাত্র আহমেদ আল আসাদি সংবাদ মাধ্যমে কাছে দাবি করেন, যে দলটি ইরাক থেকে সিরিয়ার দিকে রওনা দিয়েছিলো, সেখানে অন্তত ২০০ জন আইএস সদস্য ছিলেন। তাদের সঙ্গে বিপুল গোলাবারুদ ও ট্যাংক ছিলো।
আল আসাদি আরো জানান, আইএস সদস্যদের ঠেকাতে তার ইউনিটকে সহায়তা করেছে ইরাকের হেলিকপ্টার গানশিপ। তিনি আইএসের ১৭টি ট্যাংক এবং অনেকগুলো সাঁজোয়া যান ধ্বংস করে দেয়ার দাবিও করেন।
ইরাকের মধ্যাঞ্চলে অনেক দিন ধরেই ঘাঁটি গেড়ে বসেছে আইএস। এরই মধ্যে বেশ কয়েকবার ইরাকি সেনা বাহিনীর পক্ষ থেকে অঞ্চলটি উদ্ধারের চেষ্টা করা হয়েছে।
কিছুদিন আগে ইরাকের সেনাবাহিনী দাবি করেছে যে, ইতোমধ্যেই তারা আইএসের ঘাঁটি গাড়া অঞ্চলটির বড় একটা অংশ দখলে নিতে পেরেছে। একই সঙ্গে তারা আশাবাদ ব্যক্ত করে জানায়, আরো কিছু দিন গেলে ইরাক থেকে আইএসকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ১৫:৫১:৫৪ ৩৯৪ বার পঠিত